শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কে জিত‌বে ২০২৬ বিশ্বকাপ? দুঙ্গা বল‌লেন ব্রা‌জিল আর মা‌র্সেলো বল‌লেন আ‌র্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : প্রিয় দলের হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে অধীর অপেক্ষায় আছে সমর্থকরা। কার হাতে উঠবে ২০২৬ বিশ্বকাপের ট্রফি? তা নিয়ে ভবিষ্যদ্বানী করছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে জড়ো হন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি দুঙ্গা, মেক্সিকোর সাবেক ফুটবলার লুইস হার্নান্দেজ, যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার মার্সেলো বালবোয়াসহ কানাডা, ইংল্যান্ডের কিংবদন্তিরাও।

সাবেক ফুটবলারদের এই অনুষ্ঠানে এবার জানা গেলো কোনদল হবে বিশ্বচ্যাম্পিয়ন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়োক দুঙ্গার ভবিষ্যদ্বানীতে উঠে এলো সে নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৪ এ ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ জেতান দুঙ্গা। এবারের বিশ্বকাপ মার্কিন মুল্লুকে হওয়ায় নিজের দলকে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার মানছেন এই কিংবদন্তি। ---সময়‌নিউজ

তবে, দুঙ্গা ব্রাজিলের হাতে ষষ্ঠ শিরোপা দেখতে চাইলেও, সাবেক মার্কিন সকার তারকা মার্সেলো বালবোয়ার চোখ আর্জেন্টিনাই শিরোপার একমাত্র দাবিদার বলে মন্তব্য করেন তিনি।

দুঙ্গা বলেন, 'এবারের বিশ্বকাপে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা ভাগ করে নেয়ার সুযোগ হবে সবার। আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কারণ, আমরা ২৪ বছর ধরে বিশ্বকাপ জিততে পারিনি। আমি যখন বিশ্বকাপ জিতেছি সেটাও যুক্তরাষ্ট্রে। তাই এখানে খেলে ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতা সহজ হবে ব্রাজিলের। সেলেসাওদের জন্য এটা ন্যায্যা।

এদিকে মার্সেলো বালবোয়া বলেন, 'আমার মনে হয় ব্রাজিলকে আমি সিলেক্ট করতে পারছি না। ব্রাজিলকে পছন্দ করার আগে আমার আর্জেন্টিনার সঙ্গে যেতে হবে। তবে, আমার মনে স্পেনের নামটা বারবার উঠে আসছে। তবে, পর্তুগালও এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার।'

শুধু বিশ্বকাপ কোন দল জিতবে তা নিয়েই ভবিষ্যদ্বানী করেননি দুঙ্গা, মার্সেলোরা। ওয়ার্ল্ড কাপে আলো ছড়াবেন কোন তরুণরা তা নিয়েও কথা বলেছেন কিংবদন্তিরা।

দুঙ্গা বলেন, 'গত বিশ্বকাপের পর থেকে এমবাপ্পে যা করছে, তাতে সে এবারের বিশ্বকাপের জন্য একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন। আর্লিং হলান্ডও বড় নাম হতে পারে ওয়ার্ল্ড কাপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়