শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে

স্পোর্টস ডেস্ক :  পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে হা‌লে পা‌নি পে‌লো না বাংলা‌দেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত ফলই এসেছে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশকে ৮-২ গোলে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ বাছাই প্লে-অফ সিরিজের অংশ এটি।

৪ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রোমান সরকার। নিজেদের বক্সে সফরকারী দলের এক খেলোয়াড়ের স্টিক হিট লাগে বাংলাদেশ ডিফেন্ডারের মাথায়। এরপর স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয় তাঁকে। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  -- টি স্পোর্টস

শুরুতেই অভিজ্ঞ খেলোয়াড়কে হারানোর সঙ্গে সঙ্গে দুঃসংবাদও পায় স্বাগতিকরা। ফাউলের বাঁশি বাজান রেফারি। চার মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে আম্মাদ শাকিল ভাটের গোলে লিড নেয় পাকিস্তান। 

১৫ মিনিটে হুজাইফার রিভার্স হিটে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। চার মিনিট পর নাদিমের গোলে ২-১ ব্যবধানে ফের এগিয়ে যায় পাকিস্তান। 

২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-১ করেন আফরাজ। এ সময় টানা তিনটি পিসি পায় পাকিস্তান। ২৮ মিনিটে নুরুজ্জামান নয়নের দারুণ সেভে গোলবঞ্চিত হয় পাকিস্তান। ফিরতি শট নিলে ফের পেনাল্টি কর্নার পায় সফরকারীরা। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান ৪-১ করেন আফরাজ। 

শেষ দুই কোয়ার্টারেও দাপট ধরে রাখে পাকিস্তান। ৩২ মিনিটে ব্যবধান ৫-১ করেন গজনফর আলী। ৪৪ মিনিটে ষষ্ঠ গোলটি আসে রানা ওয়াহিদ আশরাফের কাছ থেকে। 

৪৭ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তান সপ্তম স্বর্গে ভাসান হান্নান শহীদ। ৫৬ মিনিটে নাদিম আহমেদ  অষ্টম গোল এনে দেন । ৫৮ মিনিটে বাংলাদেশের হয়ে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল ইসলাম। শুক্রবার বিকেল ৩টায় এ মাঠেই হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়