শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের ১৫ রান, বাংলা টাইগার্সের পরাজয়

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান বাংলা টাইগার্সের অধিনায়ক। অথচ এই ক্রিকেটার টি-টেনে খুব বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। নিজেদের আগের ম্যাচে আজমান বোল্টসের বিপক্ষে ১৯ বলে ২৯ রান করেছিলেন তিনি। তবে ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট হাতে ‘অদ্ভুত’ এক ইনিংস খেলেছেন। টি-টেন ক্রিকেট চার-ছক্কার খেলা হলেও প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার। ৬ নম্বরে নেমে ২২ বল খেলে অপরাজিত ছিলেন মাত্র ১৫ রান।

প্রতিপক্ষের দুই ব্যাটার ডেকানের জস বাটলার এবং নিকোলাস পুরান যেখানে যথাক্রমে ২২৩.০৭ ও ২৭৬.৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাকিব সেখানে খেলেছেন ৬৮.১৮ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ে বিবর্ণ সাকিব বোলিংয়ে এসেছিলেন ষষ্ঠ ওভারে। বাঁহাতি স্পিনারের প্রথম বলেই ছক্কা মেরে ডেকানের ৯ উইকেটের জয় নিশ্চিত করেন পুরান। ডেকানের কাছে হেরে পয়েন্ট টেবিলের আটে নেমে গেছে বাংলা টাইগার্স। ক্রিকফ্রেঞ্জি

শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য ৭৩ রান তাড়ায় দ্বিতীয় ওভারে উইকেট হারায় ডেকান। ইমরান খানের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা রশিদ খানকে ক্যাচ দিয়েছেন টম কোহলার-ক্যাডমোর। ইংলিশ ব্যাটার ফিরেছেন ৯ রানে। ক্যাডমোরকে হারানোর পর ডেভিড পেইন এবং ওলি রবিনসনের উপর ঝড় বইয়ে দিয়েছেন বাটলার ও পুরান।

দুই ওভারে পেইন দিয়েছেন ৩১ রান। ইংলিশ পেসার রবিনসন এক ওভারে খরচা করেছেন ২১ রান। তবে রশিদ রান আটকে দিয়েছিলেন নিজের ওভারে ৫ রান দিয়ে। তবে ২৯ বল বাকি থাকতে ডেকানকে জয় এনে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে তোলেন বাটলার ও পুরান। শেষ পর্যন্ত ১৩ বলে বাটলার ২৯ এবং পুরান ৩৬ রানে অপরাজিত ছিলেন। বাংলা টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইমরান।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্স। হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, লিয়াম লিভিংস্টোন ও দাসুন শানাকা ফিরেছেন দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই। ২৩ রানে ৪ উইকেট হারানোর পর ইফতিখার আহমেদের ১৯, সাকিবের ১৫ ও রশিদের ১২ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ৭২ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স। ডেকানের হয়ে ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা রিচার্ড গ্লিসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়