শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন বলে প্রশ্ন করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে।

সম্প্রতি গ্লোবাল টেলিভিশন এক টকশোতে তিনি এসব কথা বলেন। মোশাররফ আহমেদ বলেন, ৮৩ কোটি খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা আসেন। একটা মতামত আমাদেরকে দেন। পাঁচ দশটা বিষয়ে মতামত দেন। রাজনৈতিক দলগুলো বসে দুই মাস না পনেরো দিন বা এক মাসের মধ্যে বলতেন যে ইয়েস, এখন নির্বাচন করেন।

মোশাররফ বলেন, আপনি নয় মাস পরে বলতেছেন কেন? এর আগে চার মাস কাটিয়েছেন হজপজ, বুকিশ এইসব কাজকারবার করে। এইগুলো অন্য সময় করেন। এই গণঅভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি, নিরাপত্তা, প্রতিরক্ষা নাজুক থাকে। 

মোশাররফ আরো বলেন, আমি ড. ইউনূসের বিরুদ্ধে না। ড. ইউনূসের কাছে আমার প্রত্যাশা ছিল। আর উনি প্রসব করেছেন একটা মূষিক। এই মূষিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়