আপনার স্মার্টফোনটি ঠিক কবে কিনেছিলেন তা হয়তো মনে নেই। কিংবা আপনি জানতে চান—ফোনটির প্রকৃত বয়স কত? আসলে খুব সহজ কিছু উপায়ে জানা যায় আপনার ব্যবহৃত ফোনটি কত পুরনো। প্যাকেজিং থেকে শুরু করে সেটিংস, থার্ড-পার্টি অ্যাপ বা ম্যানুফ্যাকচারিং কোড—সব মাধ্যমেই জানা সম্ভব ফোনের বয়স।
রিটেল বক্স থেকেই মিলবে তথ্য
স্মার্টফোনের বয়স জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ফোনের রিটেল বক্স দেখা। বক্সের পেছনে সাধারণত ম্যানুফ্যাকচারিং ডেট বা তৈরি হওয়ার তারিখ লেখা থাকে। সেখান থেকেই সহজে বোঝা যায় ফোনটি কত পুরনো। তবে বক্স হারিয়ে গেলে বিকল্প পদ্ধতিও রয়েছে।
সেটিংস মেনুতেও লুকানো থাকে তারিখ
ফোনের Settings > About Phone সেকশনে গেলেই পাওয়া যায় ম্যানুফ্যাকচারিং ডেট সংক্রান্ত তথ্য। যদিও বিভিন্ন ব্র্যান্ডে এই অপশনটি ভিন্ন স্থানে থাকতে পারে, তাই সেটিংস ভালোভাবে খুঁজে দেখা প্রয়োজন।
অনলাইন অর্ডার ইতিহাসেও সূত্র
যদি ফোনটি ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনা হয়, তাহলে সেই প্ল্যাটফর্মে লগইন করে Order History থেকে ডেলিভারি তারিখ দেখা যেতে পারে। এতে ফোনটি কবে তৈরি ও সরবরাহ করা হয়েছিল, তার আনুমানিক ধারণা পাওয়া যায়।
থার্ড-পার্টি অ্যাপের সাহায্য
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে গুগল প্লে স্টোর থেকে Phone Info নামের একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপের Device > First Seen অপশনে ফোনের প্রথম ব্যবহার বা তৈরি হওয়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
ম্যানুফ্যাকচারিং কোডের মাধ্যমে
আরেকটি উপায় হলো ফোনের ডায়ালারে নির্দিষ্ট কোড ডায়াল করা। এর মাধ্যমে সার্ভিস মেনু খুলে ম্যানুফ্যাকচারিং ডেট জানা সম্ভব। যেমন— *#197328640#* *#*#197328640#*#* *#0000#
তবে এই কোড সব ফোন মডেলে কাজ নাও করতে পারে।
গুগলেও মিলবে ধারণা
সবশেষে, ফোনের বয়স জানতে গুগলে ফোনের মডেল নাম সার্চ করলেই পাওয়া যাবে অফিসিয়াল লঞ্চ ডেট। সেখান থেকে ফোনটি কবে তৈরি হয়েছিল বা বাজারে এসেছিল, তার একটি ধারণা পাওয়া যাবে।
সূত্র: দৈনিক জনকন্ঠ