ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে।
এদিকে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই রিকশাচালকের নাম মোহাম্মদ বাবু। তার বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে।
এ ছাড়া সকালে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে এক যুবক ও এক কিশোরকে আটক করে পুলিশ।
যদিও পরে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল।
পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর।
তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।