শিরোনাম
◈ পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ন্ত্রণ পাচ্ছে বিদেশি কোম্পানি ◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক বন্ধনে হেবা দলিল: মুসলিম আইনে সম্পত্তি হস্তান্তরের সহজ প্রক্রিয়া ও ২০২৫ সালের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, পরিবারের নির্দিষ্ট সদস্যদের মধ্যে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায়। বর্তমানে (২০২৫ সালের তথ্য অনুযায়ী) হেবা দলিলের জন্য সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা এবং স্ট্যাম্প শুল্ক ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কোনো প্রকার আর্থিক বিনিময় ছাড়াই স্থাবর সম্পত্তি হস্তান্তর করেন, তাহলে সেটিকে ‘হেবা’ বলা হয়। সাধারণত পরিবারের বয়স্ক সদস্য বা অভিভাবকগণ তাদের সন্তান, স্ত্রী, ভাইবোন কিংবা নাতি-নাতনিদের মাঝে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি দান করে থাকেন।

আইন অনুযায়ী, ইসলামী শরিয়ার ভিত্তিতে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান, দাদা-দাদী, নানা-নানী, ভাইবোন ইত্যাদি সম্পর্কের মধ্যে হেবা দলিল করা যায়। অতীতে মৌখিকভাবেই এ ধরনের সম্পত্তি হস্তান্তর সম্পন্ন হতো, তবে পরবর্তীকালে জমি নিয়ে বিরোধ ও জটিলতা এড়াতে হেবা দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে। 

হেবা দলিল রেজিস্ট্রির নির্ধারিত খরচ (২০২৫ সালে)- 

• রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
• স্ট্যাম্প শুল্ক: ১০০০ টাকা 
• হলফনামা: ১০ পৃষ্ঠার জন্য ৩০০ টাকা
• ই- ফি: ১০০ টাকা
• এন- ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা   
• নোটিশ আবেদন ফি: ১০ টাকা কোর্ট ফি
• এনএন- ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা। 

উল্লেখ্য যে, উল্লিখিত পারিবারিক সম্পর্কের বাইরে অন্য কোনো ব্যক্তিকে বা আত্মীয়কে সম্পত্তি দান করতে হলে, সাধারণত  ‘দানপত্র’ দলিল বা অন্য কোনো বিক্রয় দলিলের মাধ্যমে তা সম্পন্ন করতে হয়।

হেবা দলিল ও রেজিস্ট্রেশন ফি নিয়ে FAQ 

প্রশ্ন: হেবা দলিল কি?

উত্তর: হেবা দলিল হলো মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তির হস্তান্তর বা দান করার একটি আইনসম্মত পদ্ধতি। এটি বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।

প্রশ্ন: হেবা দলিল কাদের মধ্যে করা যায়?

উত্তর: ইসলামী শরিয়া এবং ভূমি আইন অনুযায়ী, হেবা দলিল শুধুমাত্র নিম্নলিখিত সম্পর্কের মধ্যে করা যায়:

স্বামী ও স্ত্রী

• পিতা বা মাতা এবং সন্তান (ছেলে বা মেয়ে)
• দাদা-দাদী/নানা-নানী এবং নাতি-নাতনি
• ভাই ও বোন

প্রশ্ন: হেবা দলিলের স্ট্যাম্প শুল্ক কত টাকা?

উত্তর: সরকার নির্ধারিত হেবা দলিলের স্ট্যাম্প শুল্কের পরিমাণ হলো ১০০০ টাকা।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়