শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা (ভিডিও)

মনিরুল ইসলাম : জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রদত্ত এ ভাষণে তিনি জাতীয় নির্বাচন, সরকারের তিনটি প্রধান দায়িত্ব, জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

ভাষণের শুরুতে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেসময় সরকারের ওপর তিনটি দায়িত্ব অর্পিত হয়—হত্যাকাণ্ডের বিচার, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।

জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের বিচার

প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুতগতিতে এগোচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিগগিরই প্রথম রায় দিতে যাচ্ছে। এছাড়া আরও কয়েকটি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো ‘গুম’–এর মতো অপরাধের বিচারকাজও শুরু হয়েছে।

সংস্কারে অগ্রগতি

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, আর্থিক খাতের স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মতো বিভিন্ন খাতে সংস্কার সম্পন্ন হয়েছে। কিছু কাজ এখনো চলমান। নির্বাচিত সরকার এগুলোকে সংসদে নিয়ে আলোচনা-সাপেক্ষে চূড়ান্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট

ড. ইউনূস ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫–এর ওপর গণভোট।

গণভোটে ভোটারদের একটি প্রশ্নের বিপরীতে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দিতে হবে। প্রশ্নটিতে থাকবে—

তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জুলাই সনদের প্রক্রিয়ায় গঠন,

উচ্চকক্ষসহ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা,

নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রধানমন্ত্রীের মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি,

বিচার বিভাগের স্বাধীনতা ও অন্যান্য সংস্কার বাস্তবায়নের বিষয়।

উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংস্কার পরিষদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধনের কাজ সম্পন্ন করবে। এরপর আনুপাতিক ভোটে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে।

অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে ড. ইউনূস বলেন—

রপ্তানি, রিজার্ভ ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ধারায় ফিরেছে,

ব্যাংকিং খাতের আস্থা ফিরেছে, 

গণঅভ্যুত্থান–পরবর্তী প্রথম বছরে FDI বৃদ্ধি পেয়েছে ১৯.১৩%,

আগামী সপ্তাহে এপিএম টার্মিনালস বি.ভি.’র সঙ্গে ৫৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হতে যাচ্ছে, যা বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ।

এটি লালদিয়ায় দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট নির্মাণে সহায়তা করবে।

রাজনৈতিক ঐক্যের আহ্বান

তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, নির্বাচনের বিষয়ে যারা বিভেদ তৈরি করবে বা গণতান্ত্রিক ট্রানজিশনকে বাধাগ্রস্ত করবে তারা জাতিকে বিপদের মুখে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া ১৩৩ শিশু, শত শত তরুণ-তরুণী, নারী-পুরুষকে সম্মান জানাতে হলে আমাদের ভিন্নমতের প্রতি সহিষ্ণু হতে হবে। দলীয় স্বার্থ নয়—জাতীয় স্বার্থ আগে।”

নতুন বাংলাদেশের প্রত্যাশা

ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, “জাতি এক উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়