চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেয়া এক নারীর স্বামী।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে গত ৮ জুলাই মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ তুলে ৩৫ বছর বয়সী নারী ভক্তের দায়ের করা মামলার পর থেকেই অসংখ্যবার হত্যার হুমকি পাচ্ছেন ভুক্তভোগী ওই নারী ও তার স্বামী।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই মামলার তদন্ত শুরু করলে বাদীকে ডিপজল ও তার সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতেও অসংখ্যবার হুমকি দেন। শুধু তাই নয়, গত ৪ সেপ্টেম্বর বাদীর বাসায় জোরপূর্বক ঢুকে ঘরে ভাঙচুর করেন ডিপজলের ১০ থেকে ১২ জন সহযোগী।
ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। ওই সময় বাসায় বাদীর মেয়ে একা থাকায় তাকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায়ও একটি ধর্ষণের মামলা করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ রয়েছে, গত ১ নভেম্বর বাদীকে যাত্রাবাড়ী থানার পেছনে একটি খাবার হোটেল থেকে তুলে নিয়ে সিএনজিতে করে শনির আখড়া এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত ফয়সালসহ অন্যরা তাকে লোহার রড দিয়ে মারধরের পর ডিপজল বাদীর কপালে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন। এরপর তার কাছে থাকা ২০ হাজার টাকা ও বিকাশে থাকা সাড়ে ৩ হাজার টাকা নিয়ে নেন।
দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে বাদীকে আহত অবস্থায় রাস্তায় ফেলে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরে বাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী। এ ঘটনায় ৩ নভেম্বর মামলা করতে ওই দম্পতি যাত্রাবাড়ী থানায় গেলেও মামলা নেয়া হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।