ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), হামাস এবং হিজবুল্লাহসহ সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সিরিয়া সক্রিয় ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এমনটাই বলেছেন।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছেন। ১৯৪৬ সালে দেশের স্বাধীনতার পর থেকে আল-শারাই প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস সফর করেছেন।
গত সোমবার আল-শারা হোয়াইট হাউসে পা রাখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এক্স-পোস্টে বলেছেন, 'সিরিয়া এখন দায়েশ, আইআরজিসি, হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের মোকাবিলা এবং ধ্বংস করতে আমাদের সক্রিয়ভাবে সহায়তা করবে।'
ব্যারাক জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়ার আসাদ আল-শাইবানীর সঙ্গে একটি 'গুরুত্বপূর্ণ' বৈঠক করেছেন।
এই বৈঠকে তারা সিরিয়ার নতুন অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং নাগরিক কাঠামোতে সিরিয়ান কুর্দিদের ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) একীভূত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
সূত্র: ইত্তেফাক