শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর বয়সী তরুণীর কিডনিতে ৩০০ পাথর! কারণ জানলে আর কখনও অবহেলা করবেন না

তাইওয়ানের এক ২০ বছর বয়সী তরুণীর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩০০টিরও বেশি কিডনি স্টোন অপসারণ করে চিকিৎসকেরা হতবাক হয়েছেন।

চিকিৎসকদের মতে, এই ভয়াবহ অবস্থার মূল কারণ ছিল তার পানির প্রতি অনীহা। তিনি প্রায় প্রতিদিনই পানি না খেয়ে বাবল টি—এক ধরনের অতিমাত্রায় চিনিযুক্ত পানীয়—খেতেন।

তাইওয়ানের চি মেই মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার সময় শিয়াও-ইউ নামের ওই তরুণীর প্রচণ্ড কোমর ব্যথা ও জ্বর ছিল। পরীক্ষা করে দেখা যায়, তার ডান কিডনি ফুলে গেছে এবং সেখানে ৫ মিলিমিটার থেকে ২ সেন্টিমিটার আকারের শত শত পাথর জমে আছে। দ্রুত অস্ত্রোপচারে এসব পাথর বের করে আনা হয়। চিকিৎসকেরা জানান, অপসারিত পাথরগুলো দেখতে ছিল ছোট ‘স্টিম বান’-এর মতো।

ইউরোলজিস্ট ডা. লিম চি-ইয়াং বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি না খাওয়া এবং অতিরিক্ত মিষ্টি পানীয় গ্রহণের ফলে প্রস্রাব ঘন হয়ে যায়, যা খনিজ পদার্থকে জমাট বেঁধে পাথরে পরিণত করে।

সাধারণত কিডনি স্টোন বয়স্কদের মধ্যে দেখা যায়, বিশেষ করে ৫০ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের মধ্যে। তবে এই ঘটনা প্রমাণ করেছে—অল্পবয়সীরাও ঝুঁকির বাইরে নয়, যদি পানি না খাওয়ার অভ্যাস অব্যাহত থাকে।

তাইওয়ানে প্রতি ১০ জনে প্রায় ১ জন জীবনের কোনো না কোনো পর্যায়ে কিডনি স্টোনে আক্রান্ত হন। গরম আবহাওয়ায় এই ঝুঁকি আরও বাড়ে। চিকিৎসকেরা তাই পরামর্শ দিচ্ছেন—চিনিযুক্ত পানীয় কমিয়ে নিয়মিত পানি পান করুন, কারণ শরীরের পানিশূন্যতা যে কতটা ভয়াবহ হতে পারে, তা এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়