শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মি আবার বা‌র্সেলোনায় ফিরতে চাই, আবেগপ্রবণ লিও‌নেল মেসি 

স্পোর্টস ডেস্ক : আচমকাই বার্সেলোনার মাঠে হাজির লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এমএলএস কাপের প্লে–অফে তোলার পরের দিনই আচমকা বার্সেলোনার ঘরের মাঠে হাজির হলেন লিওনেল মেসি। নতুন করে তৈরি হওয়া ক্যাম্প ন্যুতে তাঁকে দেখা গিয়েছে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্সেলোনায় ফেরার জল্পনা বাড়িয়ে দিলেন মেসি। 

স্প্যানিশ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'আমি সত্যিই বার্সেলোনায় ফিরতে চাই। আমরা সবাই শহরটাকে খুব মিস করি। সেখানে আমাদের ঘর আছে, অনেক স্মৃতি আছে, তাই আমরা ফেরার ব্যাপারে নিয়মিতই কথা বলি।

বার্সেলোনার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। তবুও তাঁকে বার্সা ছাড়তে হয়েছিল। কাঁদছেন তিনি কাঁদছেন, সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এহেন মেসি এখন ইন্টার মায়ামি কাঁপাচ্ছেন। বার্সা ছাড়লেও এখনও তা তাঁর হৃদয়ে। এখনও তিনি বার্সাকে অনুভব করেন। 

নতুন করে তৈরি হওয়া ন্যু ক্যাম্পে মেসির পা পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা। একাধিক ছবি দিয়েছেন মেসি। সেখানে তাঁকে ফাঁকা স্টেডিয়ামের ঘাসে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আবার দু’টি ছবিতে তিনি বাইরের রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন স্টেডিয়ামের দিকে। 

মেসি লিখেছেন, গত রাতে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, যাকে আমি অনুভব করি হৃদয় দিয়ে। আমিই ছিলাম সুখীতম মানুষ। আশা করি আবার একদিন আমি ফিরতে পারব এখানেই।

প্রায় দু' বছর পরে ন্যু ক্যাম্পে পা রাখার পরে মহাতারকা বলেন, ''আমি এক অদ্ভুত অনুভূতি নিয়ে বার্সেলোনা ছেড়েছিলাম। শেষ মরশুমটা ছিল দর্শকহীন। কারণ তখন মহামারি চলছিল। প্রায় পুরো জীবন এখানে কাটানোর পর ওভাবে বিদায় নেওয়া ছিল অবিশ্বাস্য একটা ব্যাপার।

লা মাসিয়া থেকে বিশ্ব শাসন করেন মেসি। তাঁর ভাষায়, ''শৈশবে আমার এখানে আসাটা ছিল আশীর্বাদের মতো। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই ক্লাব ও শহরে।'' এই বার্সা শহর জানে তাঁর প্রথম সবকিছু। 

২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেক ঘটে মেসির। পরে ৭৭৮টি ম্যাচ তিনি খেলেছেন বার্সার জার্সিতে। তারপর সেই জার্সিতে তিনি ইতিহাস গড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়