স্পোর্টস ডেস্ক : প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় খেলা শুরু হবে। চ্যানেল টি স্পোর্টস ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
সব ঠিক থাকলে এবার ঘরের মাঠে সেই নেপালের বিপক্ষে খেলবেন বাংলাদেশের ফুটবলের মধ্যমনি হয়ে ওঠা দুই মিডফিল্ডার সুমিত ও হামজা চৌধুরী।
তাদের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চ অনুভব করছেন নেপাল অধিনায়ক কিরণ লিম্বু। তিনি বলেন, আমিও তাঁকে (হামজা) নেপালে আশা করেছিলাম; তাঁর বিপক্ষে খেলার জন্য উন্মুখ ছিলাম। যদিও সে সময় তিনি আসেননি। এবার ঢাকায় তাঁর বিপক্ষে খেলব। নেপালের সব ফুটবল সমর্থকেরা এই ম্যাচের নিউজ দেখছে, আপডেট রাখছে।