শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:০৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিট ভাগাভাগির রাজনীতি বন্ধ না হলে গণতন্ত্র ধ্বংস হবে, সামরিক অভ্যুত্থান অনিবার্য: বিএনপিকে সতর্ক করলেন ফাহাম আবদুস সালাম

ডেমোক্রেসি তথা জনগণের হাতে ক্ষমতা না থাকলে বাংলাদেশে সেনা ক্যু হতে পারে বলে মন্তব্য করেছেন লেখক ফাহাম আবদুস সালাম। তার মতে, সিট ভাগাভাগির রাজনীতি থেকে সরে আসা উচিত বিএনপির, না হলে গভীর সংকটে পড়বে দেশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন। তিনি বিএনপিকে সতর্ক করেছেন এবং সেখান থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন। ফাহাম আবদুস সালাম মনে করেন, সাধারণ মানুষের হাতে ক্ষমতা থাকা উচিত সংসদে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার।

ফেসবুক পোস্টে ফাহাম লিখেছেন, ‘বাংলাদেশের আজকের সব রাজনৈতিক সমস্যার মূলে আছে এই পিছলা মানসিকতা। আজকে বিএনপি রাজি হোক যে সে এনসিপির জন্য এতগুলো সিট আর জামায়াতের জন্য এতগুলো সিটে ছাড়তে রাজি—দেখবেন যে ডেমোক্রেটিক ট্রানজিশান একদম মাখনের মতো মসৃণ। কোনো সমস্যাই হচ্ছে না। আমি বিএনপি নেতাদের অনুরোধ করবো— ভুলেও এক আসনেও ‘আমরা-আমরা মিলে-ঝুলে’ ডেমোক্রেসিতে যাবেন না। এদেশের সাধারণ মানুষ ঠিক করবে কে যাবে পার্লামেন্টে এবং তাকে পুরো সেট অফ অপশন দিতে হবে। আপনারা মিলে-ঝুলে ঠিক করলে হবে না।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের একমাত্র অডিয়েন্স বাংলাদেশের সাধারণ মানুষ। জামায়াত-এনসিপি আপনাদের অডিয়েন্স না। দরকার নাই আপনাদের নির্বাচনে জেতার। একটা সিটও না জিতলে কোনো অসুবিধা নাই। কিন্তু জনগণকে দুধভাত বানিয়ে নিজেরা নিজেরা সিট ভাগাভাগির ডেমোক্রেসিতে গেলে বাংলাদেশের গণতন্ত্র পয়েন্ট অফ নো রিটার্নে যাবে। অবশ্যই পার্লামেনট্রি ডেমোক্রেসি ফেইল করবে এবং অবশ্যই বাংলাদেশে মিলিটারি কু হবে যদি ডেমোক্রেসি ফেইল করে।’

ফাহামের মতে, রাজনৈতিক নেতারা যদি কম প্রতিশ্রুতি দিয়ে বেশি কাজ করেন তবেই জনগণের মন পেতে পারেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মানুষকে কম প্রতিজ্ঞা করেন। কিন্তু যা করবেন জানপ্রাণ দিয়ে চেষ্টা করবেন পূরণ করার। অবশ্যই কম্প্রোমাইজ করবেন, উদারতা দেখাবেন সব দলের সঙ্গে—কিন্তু এমন একটা কম্প্রোমাইজ করবেন না যা করলে জনগণকে দুধভাত বানানো হয়। আপনাদের নিজের দলের কোনো ‘ত্যাগী’ নেতার অনুরোধও শোনার দরকার নাই। এক চুল নড়বেন না এই স্থান থেকে। পারফর্মেন্স এ ফেইল করেন—মানুষ হয়তো আপনাদের ক্ষমা করবে। কিন্তু প্রিন্সিপালে ফেইল করা যাবে না।’

বিএনপির প্রতি বার্তা রেখে তিনি বলেন, ‘যারা ডেমোক্রেটিক ট্র্যানজিশানকে ঠ্যাক দিয়ে রেখেছে কারণ তারা পার্লামেন্টে যেতে চায়, জনগণকে পাশ কাটায়—এসব জোকার পার্লামেন্টে গিয়ে জনগণের সমস্যা সমাধান করবে না। সারাক্ষণ ঠ্যাকই দেবে। প্রতিটা কাজ আটকে দেবে। লিখে রাখতে পারেন। এদের নিয়ত খারাপ। এরা জনগণবিহীন রাজনীতি চায় এবং নিজেদের ক্লাসের সমস্যাকে সারা দেশের সমস্যা মনে করে। এদের একমাত্র চিন্তা হবে দখল এবং এই কথাটাই তারা নানান মাম্বোজাম্বো দিয়ে বলবে। এরা মেরিটোক্রেসির শত্রু। এদের কাছে গণতন্ত্র মানে আমার লোক দিয়ে সব কিছু ভরে ফেলতে হবে। কম্পিটেন্স যাই হোক। এখন না বুঝলেও পরে বুঝবেন।

তিনি বলেন, কোনো জায়গা বিএনপির লোক দিয়ে ভরার কোনো দরকার নাই। বেস্ট ম্যানকে প্রমোট করেন যদি সে আওয়ামী বা জামায়াত মানসিকতারও হয়। যেখানে পরীক্ষা আছে—সেখানে পরীক্ষা ফেয়ার করুন। যদি আপনারা লম্বা সময় সরকারে থাকার বাসনা পোষণ করেন - অন্ধভাবে মেরিটোক্রেসি ফলো করেন। লং টার্মে কেবল এটাই কাজ করবে। ১০০ ভাগ গ্যারান্টি। একটা লয়াল ছাগল থেকে কম্পিটেন্ট বদমাশ অতি সামান্য হলেও ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়