শিরোনাম
◈ ইতিহাস গড়লেন লিটন দাস ◈ এক দিনে ৪৪ মিলিয়ন ডলার বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ ভারতীয় উদ্যোক্তারা শুল্ক আরোপকে বলছনে ‘বাণজ্যিকি নষিধোজ্ঞা’, রপ্তানি ৭০% হ্রাসের শঙ্কা ◈ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান ◈ দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার ◈ নেপালে যাচ্ছে বাংলাদেশ, জাতীয় দল ঘোষণা,  নেই হামজা ◈ মুসলিম তরুণীকে আটক রেখে ধর্ষণ, ২০ দিন পর অভিযুক্ত জয়কুড়ি গ্রেপ্তার ◈ পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের অবরোধ ◈ নির্বাচন বানচালের জন্য ভিপি নুরকে আহত করা হয়েছে: জয়নল আবেদিন ফারুক ◈ অবাধে ভারত থেকে ঢুকছে পানি: পাকিস্তানে বন্যায় নিহত ৪৩, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে: সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম

বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ভালোবেসে ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর তাদের সংসারে জন্ম নেয় প্রথম সন্তান আরশ হোসেন। সুখেই ছিল তাদের দাম্পত্যজীবন। তবে ২০১৯ সালে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় ডিভোর্স হয় তাদের। এরপর থেকেই একা আছেন এই মডেল-অভিনেত্রী।

এদিকে, সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর থেকেই নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি। এ নিয়ে নেটিজেনদের নানা কথাও শুনতে হয় তাকে। তবে মারিয়া নিজের ইচ্ছামতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। সেখানেই এক সাক্ষাৎকারে জানালেন, ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

মারিয়া মিমের ভাষ্য, ‘আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।’

তিনি আরও বলেন, ‘বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত। কারণ মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে। ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না, তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে, সেটা দেখতে খারাপ লাগবে।’

এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকের বিষয়েও প্রশ্ন কারা হয় তাকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বলেছেন, ‘তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়