শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে রাতের আঁধারে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর মাঠে এক কৃষকের তিন শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন (৪৮) দুই বছর আগে নিজের ২৫ কাঠা জমিতে পেয়ারা চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছিল। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো বাগানের গাছ কেটে রেখে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগানটি গড়েছিলাম। সন্তানের মতো লালন করেছি গাছগুলোকে। এবছর ফল ভালো হওয়ায় কিছুটা লাভের আশা করেছিলাম। কিন্তু সকালে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। আমি গরিব মানুষ—এই বাগানই ছিল আমার একমাত্র ভরসা।

তিনি আরও জানান, জমি নিয়ে একই গ্রামের সামাদের ছেলে আলমগীর (২৫)-এর সঙ্গে তার বিরোধ চলছিল। এর আগেও আলমগীর বাগানের ক্ষতি করেছে এবং আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

জালাল উদ্দিনের ছেলে আকিব হোসেন বলেন, আলমগীর মাদকসেবী ও প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে পারিনি। সে প্রায়ই আমাদের গাছ কেটে ফেলার হুমকি দিত।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়