স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত এক শতকে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা বিভাগ। সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে সিলেটের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে এগিয়ে আছে তারা।
অঙ্কন ২৭২ বল মোকাবিলা করে ১৩টি চারের সাহায্যে ১২২ রান করেন। তার ইনিংসের সুবাদে ঢাকা অলআউট হয় ৩১০ রানে। --- ডেইলি ক্রিকেট
জবাবে দিনশেষে সিলেট কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করেছে। সৈকত আলী ১৮ ও জাকির হাসান ১৫ রানে অপরাজিত আছেন।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ১২০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ঢাকা। তবে দ্বিতীয় দিনে অধিনায়ক অঙ্কনের নেতৃত্বে দল ঘুরে দাঁড়ায়।
অঙ্কনের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন সুমন খান। অষ্টম উইকেটে দুজন মিলে যোগ করেন ১২৫ রানের জুটি, যা দলকে নিয়ে যায় ৩০০ রানের ঘরে। সুমন আউট হওয়ার আগে করেন ৭৪ রান।
ঢাকার ইনিংস ভাঙেন পেসার খালেদ আহমেদ, যিনি অঙ্কন-সুমনের জুটি ভাঙার পর শেষ দিকে আরও উইকেট নেন। খালেদের সাথে আরেক পেসার এবাদত হোসেন তিনটি করে উইকেট শিকার করেন।