স্পোর্টস ডেস্ক : শনিবার (১ নভেম্বর) বার্নলির বিপক্ষে ২-০ গোলের জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেশের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস।
অক্টোবর মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের সবকটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিল আর্সেনাল। আর নিজেদের জাল অক্ষত রেখে দুর্দান্ত জয়ে নভেম্বরের শুরুটাও দারুণ করলো গানার্সরা।
ঘরের মাঠে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। রাইসের কর্নারে গাব্রিয়েল মাগালিয়াসের কাছ থেকে বল পেয়ে অনায়াসে জালে পাঠান ইয়োকেরেস। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান ডেক্লান রাইস। -- সময়নিউজ
প্রতি আক্রমণে ত্রোসারের চমৎকার ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি আর্সেনালের খেলোয়াড়রা।
দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যাসেমিরোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে দেড় মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় নটিংহ্যাম। ৮১তম মিনিটে আমাদ দিয়ালোর গোলে কোনোমতে হার এড়ায় হুবেন আমোরিমের দল। লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল রেড ডেভিলরা।
১০ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বোর্নমাউথ। ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বার্নলি। ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান নটিংহ্যামের।