শিরোনাম
◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান ও বাংলাদেশের পর আরও এক নতুন দেশ জন্ম নিচ্ছে ভারতের পাশে

এল আর বাদল :  ভার‌তের পা‌শে আরও একটা নতুন দেশ। পাকিস্তান, বাংলাদেশের পর কি আরও একটা দেশের জন্ম হবে? সেই ১৯৪৮ থেকে স্বাধীনতার জন্য গলা ফাটাচ্ছে, লড়াই করছে যারা, তারা কি পাবে নতুন দেশ?

বালোচিস্তান। চলতি বছর মে মাসে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বালোচদের ৪টি সংগঠন। ১৯৪৮ থেকে অন্তত ১২ বার স্বাধীনতা ঘোষণা করেছে এই বালোচরা। কিন্তু বালোচিস্তান তো স্বাধীন হয়নি! তবে এবার বিষয়টা কিছুটা আলাদা। 

বালোচিস্তানকে আলাদা দেশের স্বীকৃতি দিতে এবার রাষ্ট্রসঙ্ঘে আবেদন করেছিল বালোচ সংগঠনগুলো। এর আগে কখনও এই দাবিতে শুনানি করেনি রাষ্ট্রসঙ্ঘ। তবে এবার সেই আবেদনের শুনানি হচ্ছে।

আগামী বছরের জানুয়ারি থেকে শুনানি শুরু হতে পারে। সেখানে বক্তব্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারীরা। এটা নিঃসন্দেহে স্বাধীনতাপন্থী বালোচদের জন্য একটা বিরাট কূটনৈতিক জয়। 

এটা ভারতের হাত ধরেই হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে, ভারত এতদিন এই নিয়ে খুব একটা সরব হয়নি। এবার ভারতের পাশাপাশি আরও ২৪টি দেশ বালোচদের প্রস্তাবে সমর্থন করেছে। তাই এই প্রথমবার স্বাধীন বালোচিস্তান নিয়ে শুনানি হচ্ছে।

এই শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি শুনানি বালোচিস্তানের পক্ষে যায়, তাহলে কী হবে? এক কথায় বলতে গেলে তেমন কিছুই হবে না। 

রাষ্ট্রসঙ্ঘের কমিটি যাই বলুক, পাকিস্তানের কিছু যাবে আসবে না। রাষ্ট্রসঙ্ঘের হাতে সেই ক্ষমতাও নেই। কিন্তু সত্যিই যদি কোনওদিন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তান আত্মপ্রকাশ করে, তাহলে তার পিছনে এক ভারতীয়ের একটু হলেও অবদান থাকবে। আর তিনি হলেন সলমন খান।

সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে বালোচিস্তানের মনের কথা বলেছেন সলমন। পাকিস্তান ও বালোচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন। এটাই তো বালোচিস্তানের ‘মন-কি-বাত! সূত্র, টি‌ভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়