শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়া দেখে ফেলায় শ্বশুর খুন, পুত্রবধূ ও প্রেমিক কারাগারে

ঝিনাইদহে পুত্রবধূর পরকীয়া দেখে ফেলায় ইসহাক আলী নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পুত্রবধূসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নিহত ইসহাক আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের রওশন আলী।

রবিবার (২ নভেম্বর) তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।

তিনি বলেন, ‘নিহত কৃষকের পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান, রওশনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেদিন সন্ধ্যায় রওশনের সঙ্গে আমাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আমার শ্বশুর।

পরে আমি ও রওশন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার ছক করি। সে অনুযায়ী বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার শ্বশুর ইসহাককে শ্বাসরোধে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখা হয়।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে রওশন আলী ও নিহতের পুত্রবধূকে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, গত ২৮ অক্টোবর ঝিনাইদহ সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামের একটি ধানক্ষেত থেকে ইসহাক আলী নামের এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মিক্কাস আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উৎস: কালবেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়