শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১১:২৫ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এন‌সিএলে মুমিনুল আউট হ‌লেন ৯২ রান ক‌রে, শাকিরের লড়াকু ৮৯ 

স্পোর্টস ডেস্ক : দে‌শের টেস্টে ক্রিকে‌টে নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক অল্পের জন্য হাতছাড়া করলেন শতক। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রামের হয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে তিনি আউট হয়েছেন ৯২ রানে।

সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেমে গেলেও তার ইনিংস চট্টগ্রামকে প্রথম ইনিংসে ৩৫৮ রানে পৌঁছে দেয়। এরপর ব্যাটে নামে বরিশাল, দিনশেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান। সালমান ইমন ৪৭ ও জাহিদুজ্জামান খান ১৩ রানে অপরাজিত আছেন।

২৬০ রানে ৪ উইকেটে দ্বিতীয় দিনের খেলা শুরু করে চট্টগ্রাম, কিন্তু পরের ছয় উইকেট হারায় মাত্র ৯৮ রানে। আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা মুমিনুল যোগ করতে পারেন মাত্র ১০ রান।

এই ম্যাচ শেষে মুমিনুল জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন, যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টের প্রস্তুতি শুরু হবে।

অন্যদিকে রাজশাহী-খুলনা ম্যাচে শাকির হোসেন শুভ্রর দারুণ ব্যাটিংয়ে এগিয়ে আছে রাজশাহী বিভাগ। আজ শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে নিয়ন্ত্রণ নেয় রাজশাহী।

প্রথম দিন ৮৭ রানে ৩ উইকেটে দিন শেষ করা রাজশাহী আজ অলআউট হয় ২৬৮ রানে, তুলে নেয় ১৪৭ রানের প্রথম ইনিংস লিড।

দিনের শেষ বিকেলে ব্যাড লাইটের কারণে খেলা আগেভাগে বন্ধ হওয়ার সময় খুলনার সংগ্রহ ১ উইকেটে ৬৮ রান। তারা এখনো পিছিয়ে ৭৯ রানে। আনামুল হক বিজয় ২৭ ও অমিত মজুমদার ১৫ রানে অপরাজিত ছিলেন। একমাত্র ব্যাটার হিসেবে সৌম্য সরকার আউট হন ১০ রানে।

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৪ রানে ৫ উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে দলকে টেনে তোলেন শাকির। তার ৮৯ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। নবম উইকেটে আলী মোহাম্মদ ওয়ালিদের সঙ্গে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে রাজশাহীকে বড় লিড এনে দেন তিনি।

ওয়ালিদ করেন ২৪ রান। শতকের মাত্র ১১ রান দূরে থেমে যান শাকির—শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে। রাজশাহীর হয়ে আরেকজন উল্লেখযোগ্য রান করেন প্রীতম কুমার, ৪৭ রান

  • সর্বশেষ
  • জনপ্রিয়