শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত অভিজ্ঞতায় মিথিলা: “সম্পর্কে কেউ কাউকে নিয়ন্ত্রণ করা ঠিক নয়”

দেশের বিনোদন অঙ্গনের মেধাবী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি সম্পর্ক থেকে তার শেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়- সম্পর্ক থেকে কী আপনি শিখেছেন কিংবা জীবনে সম্পর্ক আপনাকে কী শিখিয়েছে?

মিথিলা বলেন, আমার মনে হয় সব মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, পার্টনারের সাথে সম্পর্ক। প্রত্যেক মানুষেরই নতুন নতুন সম্পর্ক থেকে নতুন নতুন কিছু শেখার সুযোগ থাকে।

এ সময় উপস্থাপিকা বলেন, মিথিলা কী শিখেছেন সম্পর্ক থেকে? অভিনেত্রী বলেন, যেহেতু আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছিল; সন্তানের সাথে সম্পর্ক থেকে আমি শিখেছি, আমরা মনে করি ছোট শিশুরা হয়তো কিছুই বোঝে না। ওদের মতামত বা প্রাইভেসি বলে কিছু থাকা উচিত না। সবকিছু বাবা-মাকে জানতে হবে, সবকিছু তাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি সেরকম না।

এরপর বলেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখেছি আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা প্রচণ্ড দ্বিপাক্ষিক, বোঝাপড়ার এবং বন্ধুত্বের। ও যেন আমাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে এবং আমিও যেন ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারি। ভালোমন্দ অবশ্যই দেখব। কিন্তু সেইসঙ্গে সন্তানের মতামতের গুরুত্বটা দেওয়াও খুব দরকার।

অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় সৃজিতের সঙ্গে সম্পর্কের হাল হকিকত। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি মিথিলা। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়