স্পোর্টস ডেস্ক : ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের সাবেক প্রথম শ্রেণি ও অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটার রাজেশ বনিক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।
ত্রিপুরা রাজ্য দলের হয়ে ২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় রাজেশের। খেলোয়াড়ি জীবনে ত্রিপুরার সেরা ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। ক্রিকেট অধ্যায়ের ইতি টানার পর ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। --- টি স্পোর্টস
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত দে।
এটি খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা আমাদের খুবই প্রতিভাবান সাবেক ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচককে হারিয়ে ফেলেছি। আমরা সবাই শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।"
ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় দেড় হাজার রান করেন রাজেশ। এছাড়া ২৪টি লিস্ট ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তারা।
ইরফান পাঠান, আম্বাতি রাইডুর সঙ্গে ২০০০ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৫ এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট খেলেছেন রাজেশ। একই বছর ভারতের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ড সফরের দলেও ছিলেন ডানহাতি এই ব্যাটার।
বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, এমএ চিদম্বরম ট্রফি, বুচি বাবু ট্রফি, অনূর্ধ্ব-১৯ কুচ বিহার ট্রফি, জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টসহ ত্রিপুরার হয়ে অনেক বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন রাজেশ।
বর্তমানে আগরতলায় বেঙ্গলের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে ত্রিপুরা। সেখানে রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরেছে ক্রিকেটাররা।