আজিজুল হক, বেনাপোল: যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-১ আসনে ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহীর বলেছেন, বাংলাদেশে নতুন ২ কোটি ভোটার হয়েছে যারা গত ১৫ বছরে তাদের মত প্রকাশের স্বাধীনতা ভোটের অধিকার হারিয়েছিল। এসব তরুণদের ভোটের উপর নির্ভর করছে কারা আগামীতে সরকার গঠন করবে। ফেব্রুয়ারীতে অন্তবর্তীকালিন সরকার জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন। এদেশে পূনরায় ভোট প্রদানের অধীকার প্রতিষ্ঠিত করতে তরুনদের প্রথম ভোট ধানের শিষে দেয়ার আহবান জানান তিনি।
শার্শার নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান সাজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথীর বক্তব্যে আবুল হাসান জহীর আরো বলেন,
শেখ হাসিনার সরকার ভোটের নামে এক তরফা ভাবে নিজেরা নিজেরা পাতানো নির্বাচন করে ক্ষমতা দখল করেছিল। বিএনপি বার বার নিরপেক্ষ নির্বাচনের দাবি তুললেও আমলে নেয়নি স্বৈরাচারী সরকারের পুতুল নির্বাচন কমিশনার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালিন সরকার দায়িত্ব গ্রহন করে। তবে এ সরকারও ভোট নিয়ে তালবাহনা শুরু করেছিল। অবশেষে বিএনপির আন্দোলন সংগ্রামের কারণে সরকার ফেব্রুয়ারীতে ভোটের কথা ঘোষণা করেছেন। এতে দির্ঘ ১৫ বছর পর এখন ভোটের খবরে শহর,গ্রাম,গঞ্জের মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। বিএনপির প্রত্যেকটা ছোট,খাট সভা জনসভায় পরিণত হচ্ছে।
জামাত ইসলামের রাজনীতি নিয়ে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে জামাত ভোট নিতে মানুষের সাথে প্রতারনা করছে। যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা বা জনগণের সেবার কথা ভাবে কিভাবে? তারা ক্ষমতা পেলে দেশে মৌলবাদীদের রাজত্ব হবে। ধর্মকে ব্যবহার করে জামাত ইসলামের কর্মীরা ভোটের রাজনীতি করছে অভিযোগ তুলে বলেন, তারা মানুষকে ভুল বুঝিয়ে অগ্রীম বেহেস্তের টিকিট দিচ্ছে। মানুষ তার কর্মের মাধ্যমে পরকালে বেহেস্ত বা নরকে স্থান হয়। দাড়ি পাল্লায় ভোট দিলে কখনো বেহেস্তের টিকিট হয়না বলে জণগনকে জামাত কর্মীদের মিথ্যা প্রলোভনে না পড়ার আহবান জানান।
তিনি আরো বলেন, বিএনপি সংবাদ পত্রের স্বাধীনতা দিয়েছিল আর আ,লীগ সরকার সেই স্বাধীনতা হরন করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল সর্বচ্চ স্বাধীনতা ভোগ করেছে এদেশের সংবাদ মাধ্যমগুলো।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ৬১ সাংবাদিককে হত্যা করা হয়েছে। একই সময়ে হত্যা এবং নিপীড়নের শিকার হয়েছেন ৩ হাজার ৫৮৮ সাংবাদিক। হামলা–মামলা ও নির্যাতনের ৬৭ শতাংশ ঘটনায় তৎকালীন শাসক দলের নেতা–কর্মীরা জড়িত ছিলেন। এই তথ্য উঠে এসেছে ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রকাশনায়। এসব হত্যার ঘটনায় কেউ ন্যায় বিচার পায়নি। এমনকি আলোচিত সাগর,রুনি হত্যায় তার পরিবারকে আজ পর্যন্ত ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার। অতীতে সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তায় বড় ভুমিকা রেখেছে বিএনপি। সামনের দিনে ও ক্ষমতায় এলে সে ধারাবাহিকতা বজায় থাকবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনে সবাইকে ধানের শিষে ভোট দেওয়ার আহবান জানান।
সংসদ প্রার্থীতার বিষয়ে হাসান জহীর বলেন, তার বিশ্বাস দলের প্রতি তার ত্যাগ মনোনয়ন প্রাপ্তিতে বিএনপির সর্বচ্চ নীতি নির্ধারক মহল তাকে বিবেচনায় রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহসভাপতি আহম্মেদ আলী শাহিন,বেনাপোল পৌর যুবদল সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক- সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য- আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক- মো. আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক- ওয়াসি উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি- জাহাঙ্গীর হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।