সাগর আকন, বরগুনা: “যে দল সংস্কারের পক্ষে থাকবে, এনসিপির সঙ্গে শুধু তারাই জোট করতে পারবে।” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর দেড়টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে এখন আর কোনো বিতর্ক নেই। বিএনপি সব দেখে-শুনেই স্বাক্ষর করেছে।”
এর আগে সকাল ১১টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোজাহিদুল ইসলাম শাহীন, এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
সভায় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভার সার্বিক আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বরগুনা ।