শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু নিখোঁজ

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামে ১১ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির বাসিন্দা মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মাওলানা জামাল পেশায় মসজিদের ইমাম এবং কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে একটি মসজিদে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে শিশুটি তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে ভোরে শিশুটিকে দুগ্ধ পান করানোর জন্য তার মা ঘুম থেকে উঠে দেখেন শিশুটি তার পাশে নেই। শিশুর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

নিখোঁজ শিশু তাসপিয়ার ভাই আমানুল্লাহ জানান, রাত সাড়ে ১২টার দিকে তার মুরগির খামারের কাজ শেষে ঘরে ফিরে আমার বোন তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখেছি। পরে আমি পাশের রুমে ঘুমিয়ে গেছি। ভোরে মা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে তাসপিয়া নেই, তার জায়গায় কাঁথা মোড়ানো কোলবালিশ রয়েছে। ভোর থেকেই চারিদিকে খুঁজতেছি।  

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হোসাইন পারভেজ বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি,পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়