মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন মেদিনীপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে মেদিনীপুর গ্রাম থেকে ১৬১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
[৩] বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাংগার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মাঠ থেকে মাদক চোরাকারবারী মেদেনীপুর গ্রামের জহুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও একই গ্রামের ওয়াজনবী মল্লিকের ছেলে মনিরুজ্জামান রিপন (৪৩) কে আটক করা হয়।
[৪] তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল। বৃহস্পতিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।