শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান অব্যাহত

রাজু চৌধুরী: নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানাসহ সতর্কতা প্রদান অব্যাহত।

শুক্রবার (২২ জানুয়ারি) কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিকাল ৪ঃ৩০ টা থেকে রাত ৯ঃ৩০ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর ১২ (সরাইপাড়া),২৩ নং পাঠানটুলি ও ২৪ নং ওয়ার্ড (উত্তর আগ্রাবাদ) ও সংরক্ষিত ৯ নং মহিলা কাউন্সিলর ওয়ার্ডে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে ও আইন শৃংখলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুল আমিন সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা,২০১৬ এর ৮(৫) ধারা ভঙ্গ করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নির্বাচনী এলাকায় পোস্টারিং করেছিলেন। উল্লেখ্য যে, একই প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে প্রার্থীকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হলেও তিনি শুক্রবার সন্ধ্যার মধ্যেও নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী পোস্টার অপসারণ করেননি।

ডবলমুরিং থানাধীন জোড় দেবার পাড়স্থ ঝর্ণাপাড়া এলাকায় উক্ত প্রার্থীর কর্মীরা নির্বাচন ক্যাম্পে রাজনৈতিক পরিচয় সম্বলিত পোস্টার ব্যবহার করছিলেন। পাশাপাশি নির্বাচনী ক্যাম্পে প্রার্থীর কর্মীরা রাত ৮ টার পরেও প্রচারণা সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে শুক্রবার রাত ৯ঃ০০ টায় ঘটনাস্থলে উপস্থিত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন কারী কাউন্সিলর প্রার্থীর কর্মীগণের পক্ষে মোঃ রাসেল কে আর্থিক সামর্থ্য বিবেচনায় ১,০০০/- (এক হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

"সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬" অনুযায়ী মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ২৭,৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন ব্যতীত মাইক্রোফোন ব্যবহার, যানবাহনে পোস্টার লাগানো ও নির্দিষ্ট আকারের অতিরিক্ত সাইজের পোস্টার লাগানোয় তিনজনকে বিভিন্ন ধারায় ১৫০০০/- টাকা জরিমানা করা হয় এবং এ ধরণের কাজ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নগরীর ১৪, ১৫ ও ২১ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-০৫) এ "সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬"প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অফিসে নির্বাচনী প্রার্থীগণের কর্মী সমার্থকদের নির্বাচন আচারণ বিধি মেনে প্রচার প্রচারণা করার নির্দেশনা দেওয়া হয়। এক কাউন্সিলর প্রার্থীর দলীয় সমর্থনযুক্ত ব্যানার সরিয়ে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর কোতোয়ালী এলাকায় ৩৩,৩৪,৩৫ নং ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে একজন কাউন্সিলর প্রার্থীকে শিশুদের নিয়ে মিছিল করায় ১০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং পাশাপাশি সতর্ক করে দেয়া হয় যাতে আচরণ বিধি লংগন হয় এধরনের কার্যক্রম না চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সন্ধ্যা ৬.০০ টা হতে রাত ৯.০০ টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮, ২৯ এবং ৩৬নং ওয়ার্ডে নির্বাচনী আচরণবিধির মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় নির্বাচনী আচরণবিধি অনুসরণের বিষয়ে প্রার্থীদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বেলা ৩:০০ ঘটিকা থেকে সন্ধা ৬:০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে ১১,২৫ ও ২৬ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত ১০ নং ওয়ার্ড) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কিছু কাউন্সিলরদের পোস্টার, ব্যানার ও লিফলেটে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন। যারা দলীয় পরিচয় দিয়ে ব্যানার,পোস্টার,লিফলেট বিতরণ বা টাঙ্গিয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের দ্রুত ঐ সকল ব্যানার,পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় পরবর্তীতে আচরণ বিধি লংঘনের দায়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বিকাল ৪.০০ টা হতে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯, ১০ এবং ১৩ নং ওয়ার্ডে নির্বাচনী আচরণবিধির মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় নির্বাচনী আচরণবিধি অনুসরণের বিষয়ে প্রার্থীদের সতর্ক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়