শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে দেড় কোটি টাকাসহ আটক-৩

এইচএম দিদার: [২] কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রেইভেটকার থেকে এক কোটি ৬০ লাখ টাকাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি টহলদল দাউদকান্দি বলদাখাল থেকে চাঁদপুর সড়কে গোয়ালমারী এলাকায় তাদেরকে আটক করে।

[৩] আটকরা হলেন- অমল কমকার, অন্তুল কমকার ও সুকদেব কমকার। তারা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৪] মডেল থানা সূত্রে জানা যায়," বুধবার গভীর রাতে গোয়ালমারী এলাকায় টহলে কর্তব্যরত পুলিশের একটি চৌকস টিম প্রাইভেটকারটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং প্রাইভেটকারটিকে আটকাতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি দেখে পাইভেটকার আরোহীরা ভয় পেয়ে যায়।

[৫] পুলিশ তাদের ব্যাগে কি রয়েছে জিজ্ঞেস করলে তারা বলে স্বর্ণ বিক্রির টাকা রয়েছে। কর্তপক্ষের নির্দেশে টহল দলটি গাড়িসহ থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়।

[৬] দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানিলন্ডারিং-এর সাথে জড়িত আছে কিনা এ ব্যাপারে আমরা তদন্ত চালাচ্ছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়