শিরোনাম
◈ সময় স্বল্পতার কার‌ণে বি‌পিএল থে‌কে আ‌মি ফরচুন ব‌রিশা‌লের নাম প্রত‌্যাহার ক‌রে‌ছি: মিজানুর রহমানের পোষ্ট ◈ এক বছরে পোশাক খাতে বড় ধাক্কা, বন্ধ শতাধিক কারখানা ও কাজ হারিয়েছেন লাখো শ্রমিক: বিজিএমইএ  ◈ মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন, একের পর এক বিস্ফোরণ ◈ জাহানারাদের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির ◈ দেশের ১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন ◈ এক ভিসায় ছয় দেশ ভ্রমণ: চালু হচ্ছে কবে? ◈ শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস ◈ জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের ◈ উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে ইসি ◈ রাজধানীর ১৪২ স্পটে একযোগে পুলিশের ‘বড় মহড়া’

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাঙ্গাকারাও চাইছেন বিশ্বকাপ বাতিল হোক!

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। গত বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে ১০ জুন পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কথায় টুর্নামেন্ট বাতিলের ইঙ্গিত পাওয়া গেছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লঙ্কান মহাতারকা বর্তমানে এমসিসি ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এখনো পরিস্থিতি পর্যালোচনা করে চলতে হবে।

[৩] সাঙ্গাকারার ভাষায়, 'প্রতিদিন নতুন নতুন বিষয় জানতে হচ্ছে। নতুন জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যে অপশনগুলো আছে সেগুলো হলো, টুর্নামেন্ট বাতিল করা কিংবা পরের বছরের জন্য স্থগিত করে দেওয়া। তবে ক্রিকেটার, দর্শকদের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো পুরোপুরি নিশ্চিত করতে হবে। - স্টার স্পোর্টস

[৪] কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান আরো বলেছেন, ভাইরাস নিয়ে অদূর ভবিষ্যতে আসলে কী হতে যাচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। এই ভাইরাস সার্স কিংবা মার্স এর মতো চলে যাবে নাকি প্রতিবছর ঘুরে ফিরে হানা দেবে সেটা জানতে হবে। এই ভাইরাসের সঙ্গে কি দীর্ঘ সময় আমাদের থাকতে হবে নাকি সুনির্দিষ্ট কিছু সময় আমরা থাকব? এরকম বহু প্রশ্নের উত্তর এখনো জানা নেই। যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে থাকে, তাহলে ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত বেশ কয়েকবছর আমাদেরকে এভাবেই থাকতে হবে।'

[৫] স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে এসে সাঙ্গাকারা হতাশ হয়ে বলেছেন, আইসিসির পক্ষ থেকে সভার আয়োজন করে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝা ছাড়া আমাদের কোনো কাজ নেই। আমাদের মনে যে প্রশ্নগুলো আছে, সেগুলোর জবাব বিশ্বের খ্যাতিমান বিশেষজ্ঞরারা এখনও দিতে পারেননি। আসলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। স্টার স্পোর্টস/ কালেরকণ্ঠ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়