শিরোনাম
◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৪৫ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ চুল পড়ার মূল কারণ ভিটামিন ঘাটতি, জেনে নিন কোন কোন ভিটামিনের প্রয়োজন

হঠাৎ চুল পড়া নিয়ে দুশ্চিন্তা এখন খুব সাধারণ। অনেকেই ভাবেন পরিবেশ, স্ট্রেস বা শ্যাম্পুর কারণে এমন হচ্ছে। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভিটামিন ঘাটতি, যা চুলের গোড়া দুর্বল করে দ্রুত ঝরে যেতে বাধ্য করে। কোন ভিটামিনের অভাবে এমনটা হয়, জেনে নিলেই সমস্যার কারণ বুঝতে সুবিধা হবে। প্রতিদিন কিছু চুল পড়বেই। তবে মাত্রাতিরিক্ত চুল পড়লে তা অবশ্যই চিন্তার বিষয়। বিভিন্ন কারণে চুল পড়তে পারে, যেমন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বংশগত কারণ, বয়স, রাসায়নিক পদার্থের ব্যবহার ও কিছু ভিটামিনের অভাব। তবে যেসব ভিটামিনের অভাবে চুল পড়ে ও তার প্রতিকার সম্পর্কে।

ভিটামিন ডি: চুলের নতুন ফলিকল তৈরির জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি–এর অভাবে শুধু হাড় ক্ষয় হয় না, চুলও পাতলা হয়ে যায় ও পেকে যায়। তাই ভিটামিন ডি পেতে প্রতিদিন কিছু সময়ের জন্য রোদে যাওয়া দরকার। ডায়েটে ভিটামিন ডি–সমৃদ্ধ খাবার (যেমন ডিম, মাছ, দুধ, পালংশাক ইত্যাদি) যোগ করতে হবে।

বায়োটিন: বায়োটিন বা বি৭ কে বলা হয় চুলের ভিটামিন। কেরাটিন তৈরিতে বায়োটিন প্রয়োজনীয়। এর অভাবে চুল ভঙ্গুর হয়ে যায় ও চুল পড়ে যায়। ডিম, দুধ ও দুগ্ধজাত খাবারে বায়োটিন থাকে। বেশি চুল পড়লে বায়োটিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে।

আয়রন: আয়রন হিমোগ্লোবিন তৈরি করে ও শরীরে যেমন অক্সিজেন বহন করে তেমনি চুলের গোড়ায়ও অক্সিজেন নিয়ে যায়। ফলে চুলের গোড়া শক্ত ও মজবুত হয়। নারীদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি বেশি দেখা দেয়। তাই চুল ভলো রাখতে আয়রনসমৃদ্ধ খাবার যেমন কলা, কচুশাক, কলিজা, ডুমুর ইত্যাদি খেতে হবে।

ভিটামিন বি১২: আয়রনের মতো বি১২ আরও একটি উপাদান, যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে। এটিও চুলের ফলিকলকে নিউট্রিশন দেয় ও চুল পড়া কমায়।

ভিটামিন সি: চুলের কোলাজেন তৈরিতে ভিটামিন সি–এর ভূমিকা বেশি। আয়রন শোষণ করতেও ভিটামিন সি প্রয়োজন। এই ভিটামিনের অভাবে চুল ভঙ্গুর হয়ে ঝরে যায়। ভিটামিন সি যেকোনো টক–জাতীয় ফলে পাওয়া যায় যেমন লেবু, আমলকি, মালটা ইত্যাদি।

ভিটামিন ই: অনেকেই চুল ভালো রাখতে ভিটামিন ই খেয়ে থাকেন বা চুলে লাগান। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, স্ট্রেস কমায়, চুলে রক্ত চলাচল বাড়ায় ও চুল পড়া কমায়।

জিংক: জিংকের অভাবে চুল পাতলা হয়ে যায় ও চুলের কেরাটিন কমে যাওয়ায় চুল ভেঙে যায়। বাদাম–জাতীয় খাবারে জিংক পাওয়া যায়।

প্রোটিন: চুলের মূল কাঠামো তৈরিতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। মাছ, মাংস, ডিমে প্রোটিন পাওয়া যায়। চুল পড়া কমাতে পর্যাপ্ত ভিটামিন ও আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে। এরপরও যদি চুল পড়া না কমে, তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়