দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভারে ১৭৬/৬, লক্ষ্য ৫০৯ ( ম্যাকব্রাইন ১১*, ক্যাম্ফার ৩৪*; বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, টাকার ৭, ডোহেনি ১৫)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. , লিড ৫০৮ (মুশফিকুর ৫৩*; জয় ৬০, সাদমান ৭৮, শান্ত ১, মুমিনুল ৮৭)
আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (টাকার ৭৫*; স্টার্লিং ২৭, বালবার্নি ২১, কারমাইকেল ১৭, ক্যাম্ফার ০, টেক্টর ১৪, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, জার্ডান ৪৯, হোয়ে ৪, হামফ্রিজ ৪)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮)
মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টেও বড় জয়ের সামনে বাংলাদেশ। ৫০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে চতুর্থ দিনেই আয়ারল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে তারা। শেষ দিনে বাকি চার উইকেট দ্রুত নেওয়ার লক্ষ্য নিয়ে স্বাগতিক দল মাঠে নেমেছে।
দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে আজ খেলতে নেমেছে। ক্রিজে আছেন কার্টিস ক্যাম্ফার ৩৪* ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১*। এই উইকেটে স্বাগতিক স্পিনাররা যেভাবে দাপট দেখাচ্ছেন, তাতে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার মাত্র।
সূত্র: বাংলা ট্রিবিউন