সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে ‘কাটার মাস্টার’কে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এতে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আগামী আসরের আইএল টি-টোয়েন্টি মাতানোর অপেক্ষায় মুস্তাফিজ।
মুস্তাফিজের এই দল পাওয়া নিয়ে অবশ্য কম নাটক হয়নি। এর আগে নিলামের আগে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল দুবাই। কিন্তু কিছুদিন পরই সেই চুক্তি বাতিল করে হায়দার আলীকে নেয় তারা। তবে মাসখানেকের ব্যবধানে সেই দুবাই ক্যাপিটালসকেই আবার আস্থা রাখতে হলো মুস্তাফিজের ওপর।
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির এই আসর। এর আগে নিলাম থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে নেয় এমআই এমিরেটস। আর পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে ভেড়ায় শারজাহ ওয়ারিয়র্স।
সাকিবের আইএল টি-টোয়েন্টিতে খেলা নিশ্চিত। তবে তাসকিন-মুস্তাফিজরা পুরো আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তির ওপর। এ ছাড়া বিপিএল কবে শুরু হচ্ছে সেটাও বিবেচনায় থাকবে। বিসিবি অবশ্যই একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে রিশাদ হোসেনকে।
সূত্র: সমকাল