স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই আবারও মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। ২০২৪ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়ে আর্জেন্টিনা নারী অনূর্ধ্ব-২০ দল।
সেই সাফল্যের ধারাবাহিকতায় দলটি প্রস্তুতি নিচ্ছে আগামী দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের জন্য, যা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। যদিও টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।
তবে তার প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আর্জেন্টিনা নারী দল আগামী সপ্তাহে নিজস্ব লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে ব্রাজিল ও প্যারাগুয়েকে নিয়ে তিন জাতির একটি প্রীতি টুর্নামেন্ট খেলবে। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির এই লড়াই ঘিরে সমর্থকদের মাঝে ইতোমধ্যেই আগ্রহ চরমে। আগামী ২৬ নভেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। এরপর ২৯ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর ১ ডিসেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।