শিরোনাম
◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা উদ্বেগে মার্কিন সতর্কতা, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলে সতর্কতা জারি করেছে মার্কিন বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ)। এরপর শনিবার (২২ নভেম্বর) ভেনেজুয়েলা থেকে ছাড়ার নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা এবং ট্যাপ এয়ার পর্তুগাল শনিবার কারাকাস থেকে ছাড়ার ফ্লাইট বাতিল করেছে।

কলম্বিয়ার এরোনটিকা সিভিল এক বিবৃতিতে বলেছে, মাইকেটিয়া অঞ্চলে ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি’ পাওয়ায় বিমান চলাচলে সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগাল নিশ্চিত করেছে যে তারা শনিবার এবং আগামী মঙ্গলবারের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

প্রতিষ্ঠানটি রয়টার্সকে জানিয়েছে, এই সিদ্ধান্তটি মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। কারণ মার্কিন সতর্কতার পর ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত নয়।

স্পেনের আইবেরিয়াও জানিয়েছে যে তারা সোমবার থেকে কারাকাসের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করছে। তবে শনিবার ভেনেজুয়েলার রাজধানী থেকে মাদ্রিদের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটটি উড্ডয়ন করেছে।

আইবেরিয়ার এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, কোম্পানিটি পরিস্থিতি মূল্যায়ন করবে এবং দেশটিতে ফ্লাইট কখন পুনরায় শুরু করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে কোপা এয়ারলাইনস এবং উইঙ্গো শনিবার মাইকেটিয়া থেকে তাদের ফ্লাইট চালু রেখেছে।

মার্কিন এফএএ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি বিমান চলাচলের ‘সব উচ্চতা’তেই ঝুঁকি তৈরি করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে, যার মধ্যে রয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরি, অন্তত আরও আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ বিমান।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ল্যাটাম এয়ারলাইন্সের বোগোতা যাওয়ার রবিবারের নির্ধারিত ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়