ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরুতে শনিবার (২২ নভেম্বর) আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রায় ৩ হাজার ২৮০ ফুট ওপরে ধোঁয়া ও ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।
দেশটির কম্পাস টিভি জানিয়েছে, সেমেরু পর্বতে আগ্নেয়গিরির কার্যকলাপের তীব্র বৃদ্ধি দেখা গেছে। পর্যবেক্ষণ যন্ত্রগুলো সর্বশেষ পর্যবেক্ষণের সময়কালে ১৫৭টি অগ্ন্যুৎপাত রেকর্ড করেছে। সেই সঙ্গে ৩০টিরও বেশি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
কর্তৃপক্ষ জনসাধারণকে পর্বতের দক্ষিণ-পূর্বে ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, অগ্ন্যুৎপাতের পর সেমেরু পর্বতের আশেপাশের গ্রামগুলো থেকে প্রায় ১০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আটকে পড়া ১৭৮ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।
এর একদিন আগে অগ্ন্যুৎপাতের পর দেশটির আগ্নেয়গিরি সংস্থা সতর্কতার অবস্থা 'সর্বোচ্চ স্তর'-এ উন্নীত করে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৭৬ মিটার উঁচুতে অবস্থিত সেমেরু ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এর অগ্ন্যুৎপাতের দীর্ঘ ইতিহাস রয়েছে, যার মধ্যে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। দেশটি ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরির আবাসস্থল।