শিরোনাম
◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–ফ্রান্স

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই আসরে খেলবে ৪৮ দেশ। ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ।

শুক্রবার (২১ নভেম্বর) দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।। ব্রাজিলের সঙ্গে ম্যাচটি হবে বোস্টনে, আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। তবে এই ম্যাচগুলোর সূচি চূড়ান্ত হয়নি। ফিফার আন্তর্জাতিক উইন্ডো অনুযায়ী, মার্চ ২৩–৩১ এর মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলেন, “এখনও কোনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি, তবে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। বিশ্বকাপের আগে এটি দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে খেলবার ভালো সুযোগ। ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপে দেখা হবে না, কলম্বিয়া সম্ভবত পড়তে পারে। ফ্রান্সের কোচ ‘দিদিয়ের দেশম’ ইতোমধ্যে বিষয়টি চূড়ান্ত করেছেন। ড্র অনুষ্ঠান শেষে সব প্রক্রিয়া সম্পন্ন হবে।”

বিশ্বকাপের আগে ব্রাজিল-ফ্রান্সের মুখোমুখি হওয়ার আলোচনা কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে তখন কিছু জানায়নি। আগামী মার্চ-জুনে কার্লো আনচেলত্তির ব্রাজিল ন্যূনতম তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ব্রাজিল-কলম্বিয়া ছাড়াও বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচ দুটি হবে দেশের মাঠে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছিল এমবাপ্পের দল। গ্রুপসেরা হয়েই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে।

ফিফার ড্র অনুষ্ঠানের তারিখ ৫ ডিসেম্বর, ভেন্যু– ওয়াশিংটন ডিসি। ড্রয়ে শীর্ষ ৯ দল এবং তিনটি আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা) এক নম্বর পটে থাকায় ব্রাজিল ও ফ্রান্সের গ্রুপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কলম্বিয়া দ্বিতীয় পটে থাকবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়