শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় করোনা শনাক্তের পর হাসপাতাল থেকে চট্টগ্রামে পালিয়ে আসার সময় এক ব্যক্তি আটক

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্তের থবর শুনে হাসপাতাল থেকে পালিয়ে আসার সময় পুলিশ আটক করেছে ওই বষক্তিকে।

[৩] সোমবার (২০ এপ্রিল) পরীক্ষায় ওই ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়। পালিয়ে আসার সময় তাকে বহনকারী প্রাইভেটকারটিও আটক করে ফেনী পুলিশ।

[৪] ফেনী থেকে আটকের পর তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে চান্দগাঁও থানা পুলিশ করোনা আক্রান্ত ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়।

[৫] চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির বাড়ি এলাকায় ওই ব্যক্তির দোতালা বাড়িটি লকডাউন করেছে পুলিশ। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে ঢাকা থেকে প্রাইভেট কারে করে আসা তার শ্যালক, শ্যালকের বন্ধু ও গাড়ি চালককে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ।

[৬] চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, সোমবার ৫০ বছর বয়সী ওই ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা ভাইরাস শনাক্তের পর মঙ্গলবার সকালে চট্টগ্রামে পালিয়ে আসার চেষ্টা করেন। পরে ফেনীতে তাদের আটক করা হলে আমরা নিয়ে আসি। ক্রান্ত ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়