শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদের হাতে গড়ে উঠেছেন সেই গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনাজপুর বিকেএসপিতে আকবর

নিজস্ব প্রতিবেদক : আকবর আলী। বাংলাদেশ ক্রিকেট যতোদিন থাকবে এই নামটিও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্টে শিরোপা জিতছে বাংলাদেশ। এই ‘আকবর দ্য গ্রেট’ উঠে আসার পিছনে হাত ছিলো নিাজপুরের বিকেএসপি। তাই বিশ্বকাপ জিতে দেশের ফেরার পর প্রশিক্ষক ও কোচদের কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি ‘আকবর দ্য গ্রেট’। তাকে কাছে পেয়েও গর্বিত কোচ ও শিক্ষকরা। এছাড়া অনুপ্রাণিত হয়েছেন বর্তমান শিক্ষার্থীরা।

বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। ক্রিকেটার হিসেবে এখানেই বেড়ে ওঠা যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর। বিশ্বকাপ জয়ের পর যেখানেই যাচ্ছেন, পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা। মানুষ দিচ্ছে শর্তহীন ভালোবাসা।

সারা দেশ উন্মাতাল বিশ্বকাপ জয়ের আনন্দে। তবে যেখান থেকে উঠে আসা, এবার আকবর ছুটে গেলেন সেখানে। আকবর হাজির হন স্মৃতিবিজড়িত দিনাজপুর বিকেএসপি’তে। আজকের আকবর হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা আছে এই প্রতিষ্ঠানের। প্রশিক্ষকদের কৃতজ্ঞতা জানাতে আসা আকবরকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে যান তার পুরনো কোচ ও শিক্ষকরা।

শুধু শিক্ষক না, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও সময় কাটান আকবর। বিশ্বকাপজয়ী সাবেক শিক্ষার্থী ও বড় ভাইকে কাছ থেকে দেখে সবাই হয়েছেন অনুপ্রাণিত। আকবরও তাদের দিয়েছেন খেলা নিয়ে নানা পরামর্শ।

দীর্ঘদিন পর পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আকবরও হয়ে পড়েন আবেগপ্রবণ। এক আকবর অনুপ্রাণিত করবে শতজনকে। ভবিষ্যতেও এই বিকেএসপি থেকে উঠে আসবে বিশ্বমাতানো ক্রিকেটার, এমন প্রত্যাশাই সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়