শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাদের হাতে গড়ে উঠেছেন সেই গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনাজপুর বিকেএসপিতে আকবর

নিজস্ব প্রতিবেদক : আকবর আলী। বাংলাদেশ ক্রিকেট যতোদিন থাকবে এই নামটিও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্টে শিরোপা জিতছে বাংলাদেশ। এই ‘আকবর দ্য গ্রেট’ উঠে আসার পিছনে হাত ছিলো নিাজপুরের বিকেএসপি। তাই বিশ্বকাপ জিতে দেশের ফেরার পর প্রশিক্ষক ও কোচদের কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি ‘আকবর দ্য গ্রেট’। তাকে কাছে পেয়েও গর্বিত কোচ ও শিক্ষকরা। এছাড়া অনুপ্রাণিত হয়েছেন বর্তমান শিক্ষার্থীরা।

বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। ক্রিকেটার হিসেবে এখানেই বেড়ে ওঠা যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর। বিশ্বকাপ জয়ের পর যেখানেই যাচ্ছেন, পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা। মানুষ দিচ্ছে শর্তহীন ভালোবাসা।

সারা দেশ উন্মাতাল বিশ্বকাপ জয়ের আনন্দে। তবে যেখান থেকে উঠে আসা, এবার আকবর ছুটে গেলেন সেখানে। আকবর হাজির হন স্মৃতিবিজড়িত দিনাজপুর বিকেএসপি’তে। আজকের আকবর হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা আছে এই প্রতিষ্ঠানের। প্রশিক্ষকদের কৃতজ্ঞতা জানাতে আসা আকবরকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে যান তার পুরনো কোচ ও শিক্ষকরা।

শুধু শিক্ষক না, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও সময় কাটান আকবর। বিশ্বকাপজয়ী সাবেক শিক্ষার্থী ও বড় ভাইকে কাছ থেকে দেখে সবাই হয়েছেন অনুপ্রাণিত। আকবরও তাদের দিয়েছেন খেলা নিয়ে নানা পরামর্শ।

দীর্ঘদিন পর পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আকবরও হয়ে পড়েন আবেগপ্রবণ। এক আকবর অনুপ্রাণিত করবে শতজনকে। ভবিষ্যতেও এই বিকেএসপি থেকে উঠে আসবে বিশ্বমাতানো ক্রিকেটার, এমন প্রত্যাশাই সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়