আক্তারুজ্জমান : শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। পুরো ইংল্যান্ডজুড়ে ক্রিকেটের উত্তাপ চলছে। রাণীর বাসভবন থেকে শুরু করে রাজনীতিবিদরাও এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত। ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কথাতেই সেটা বোঝা যায়। কেননা বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এই ব্রিটিশ এমপি।
লেবার পার্টির এই নেতা পুঁজিবাদ বিরোধী মনোভাবাপন্ন এ কথা সবার জানা। বৃহস্পতিবার তারিক মুহাম্মদ নামে একজনের ফেসবুক প্রোফাইলে উঠে আসে করবিনের বিশ্বকাপ সমর্থনের কথা। জনাব তারিক লিখেছেন, ‘এই বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের সংবিধানেই মূলনীতি হিসেবে সমাজতন্ত্রের কথা লেখা আছে। তাই এ বিশ্বকাপে আমার ফেভারিট বাংলাদেশ। গো টাইগার্স গো। পুঁজিবাদ নিপাত যাক। জয় বাংলা- জেরেমি কর্বিন।