শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের আধিপত্য চরমভাবেই দেখাচ্ছে লাওসের কিশোরীরা

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধু গোল্ডকাপে এসে নিজেদের শক্তি দারুণভাবেই দেখাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওসের কিশোরীরা। গ্রুপ ‘এ’ থেকে টানা দুটি বড় জয় দিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে লাওস। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারানোর পর আজ তাজিকিস্তানের মেয়েদের জালে ছয়বার বল পাঠিয়েছে লাওস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল লাওস ও তাজিকিস্তান। আগের ম্যাচে জোড়া গোল পাওয়া পি এই ম্যচেও পেয়েছেন জোড়া গোল। তাছাড়াও এদিন হ্যাটট্রিক করেছেন সাইসামোনে ইন্থাফোনে। বাকি একটি গোল করেছেন আনৌত চাংচিথং। মোট ছয় গোল করার পরও নিজেদের জাল অক্ষত রেখেছে লাওসের মেয়েরা। ফলে ফাইনালের পথও যেন বেশ পরিষ্কার রাখলো তারা।

ম্যাচের ৩ মিনিটে পির গোলে এগিয়ে যাওয়ার শুরু। পরে ২৫ মিনিটে চাংচিথং ব্যবধান বাড়ান। বিরতির আগে ৩৫ মিনিটের শেষ গোলটি করেন পি। ৩-০তে বিরতি যাওয়া এবং এসে আরও তিনবার গোলের উল্লাসে মেতেছে লাওস কিশোরীরা। দ্বিতীয়ার্ধের সবকটি গোলই করেছেন ইন্থাফোনে (৭৪, ৮৮ ও ৯৪ মিনিট)।

এই ম্যাচসহ টানা দুটি হারে বিদায় ঘণ্টা বাজলো তাজিকদের। অন্যদিকে লাওসের কাছে ৫-০ গোলে হারা মঙ্গোলিয়া ৩-০ গোলে তাজিকদের হারানোয় সেমিফাইনালে উঠেছে।  গ্রুপ ‘এ’ থেকে মঙ্গোলিয়া এবং লাওস। ‘বি’ থেকে বাংলাদেশ ও কিরগিজস্তান।

প্রথম সেমিফাইনালে লাওস মুখোমুখি হবে কিরগিজস্তানের এবং দ্বিতীয় সেমিতে বাংলাদেশ খেলবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়