শিরোনাম

প্রকাশিত : ০৫ মে, ২০২৪, ০২:৪৬ রাত
আপডেট : ০৫ মে, ২০২৪, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসার খরচ চালানোর দায় পুরুষের, এই নিয়ম চালু করে পুরুষ আসলে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে

আকতার বানু আলপনা

আকতার বানু আলপনা: মেয়ের বিয়ে দেওয়ার আগে সবার আগে দেখা হয় ছেলে কী করে, কতো আয় করে, বাবার সম্পত্তি কতো আছে, বাড়িতে কে কে আছে, ভাইবোন কতোগুলো ইত্যাদি। সবই দেখা হয় মূলত আর্থিক দিক চিন্তা করে, যাতে মেয়েকে যতোটা সম্ভব ঝামেলামুক্ত রাখা যায়। একটা মেয়ের থাকলেও একটা ছেলের কাছে এই অপশন থাকে না যে, বিয়ের পরে সংসারের সব খরচ তার বৌ চালাবে। সে শুধু আরামে সংসার সামলাবে। কোনো ছেলে যদি চায়ও যে তার বৌ আয় করবে, আর সে বাড়ির কাজকর্ম, বাচ্চা সামলাবে, তবু সে তা পারবে না। কারণ সমাজ তথা আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবাই ছিঃ ছিঃ করবে। বসে বসে বৌয়ের টাকায় খায় বলে। এজন্য বিয়ের আগে থেকেই ছেলেরা আয় করার জন্য মরিয়া। আর বিয়ের পর প্রায় সব পুরুষ সারাজীবন কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করেন শুধু তার পরিবারকে ঠিকঠাকমতো প্রতিপালনের জন্য। অনেক পুরুষ আছেন, যারা নিজের জন্য পাঁচ টাকা ব্যয় করার আগে হাজার বার চিন্তা করেন। তারা খেয়ে না খেয়ে যতোটা সম্ভব সঞ্চয় বাড়ান, যাতে পরিবারের আগামীর বড় খরচগুলোর (ছেলেমেয়ের উচ্চশিক্ষা-বিয়ে, জমি-বাড়ি কেনা ইত্যাদি) ধাক্কা সামলাতে পারেন। 

আর অধিকাংশ উপার্জনকারী নারীরা সংসারে টাকা দিলেও সংসারের পুরো খরচের ভার কখনোই নেন না। নিতে পারলেও না। কারণ সংসার চালানোর মূল দায়িত্ব তো তার স্বামীর। সুতরাং সে কেন নেবে? আমি নিজেও সংসারের জন্য আমার আয়ের সব টাকা খরচ করি না। কিছুটা সঞ্চয় করি ভবিষ্যতের জন্য। যদিও একসময় সেটাও সংসারেরই কোনো না কোনো কাজে দেয়। মোরাল অফ দ্য স্টোরি : সংসার খরচ চালানোর দায় পুরুষেরÑ এই নিয়ম চালু করে পুরুষ আসলে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। শুরু থেকেই ফিফটি-ফিফটি নিয়ম চালু থাকলে আজ...! এ প্রসঙ্গে  একটি কৌতুক শুনুন। মেয়ে : বাবা, তুমি মাকে কেন বিয়ে করেছিলে? বাবা : কারণ তোমার মায়ের গালের কালো তিলটা আমার খুব পছন্দ হয়েছিলো। মেয়ে : হায় খোদা! অতো ছোট একটা জিনিসের জন্য এতো বিশাল একটা বিপদ ডেকে এনেছো?

  • সর্বশেষ
  • জনপ্রিয়