শিরোনাম
◈ শাহজালালে আবারও যাত্রী হয়রানি, ব্যাখ্যা দিলো বেবিচক ◈ ভারতে পালিয়ে বাংলাদেশকে ‘উগ্রপন্থীদের নতুন ঘাঁটি’ বলে নওফেলের অপপ্রচার ◈ চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন ◈ সাইফ আলি খানের ওপর হামলাকারী সম্ভবত বাংলাদেশি: মুম্বাই পুলিশ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায় ◈ হৃদয়বিদারক দৃশ্যে দেখা গেলো রিকশাচালক ইসমাইলের করুণ মৃত্যু (ভিডিও) ◈ শুধু বিচ দেখতে পর্যটক আসবে না, তাদের জন্যে বিনোদনের ব্যবস্থাও করতে হবে: এভিয়েশন বিশেষজ্ঞ ◈ ‘চা খেতে ৩০০ টাকা নেওয়া’ সেই এসআই ক্লোজড! ◈ জাবিতে মধ্যরাতে ছাত্রী হল রুমে যুবক, অতপর... ◈ আঙুলের ছাপ এবং আইরিশ দিয়েছেন, তবে এখনো পাসপোর্ট পাননি সাবেক স্পিকার শিরীন শারমিন

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০২:১৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হয়ে খেলবেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: আগামী ৪ জুলাই পর্দা উঠবে আমেরিকার মেজর লিগ (এমএলএস) ক্রিকেটের দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন অলরাউন্ডার সাবিক আল হাসান। শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

পোস্টে তারা লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে সাকিব। -দ্য ডেইলি স্টার

শাহরুখ খানের মূল দল কলকাতা নাইট রাইডার্সে কয়েক বার খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব। তাকে নিশ্চিত করে নাইট রাইডার্স গ্রুপ ব্রিতিতে জানিয়েছে, নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনি-সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।

সাকিব ছাড়াও এই দলে রয়েছেন- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়ের মতো ক্রিকেটাররা। এছাড়া স্পেনসর জনসন, উম্মুখ চান্দ, আলি খান, সইফ বাদর, নীতীশ কুমার ও শ্যাডলি ফন শালকউইকও আছেন দলে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কর্নে ড্রাই ও আদিত্য গনেশ।

এফএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়