এম.এ. লতিফ: [২] মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে সোমবার (১৩ মে) এই সাজা দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত।
[৩] আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত তিথি সরকারের এক বছরের প্রবেশন মঞ্জুর করেন।
[৪] তিথি সরকার এরই মধ্যে ২১ মাস কারাভোগ করেছেন। এই সময়কাল তার সাজা থেকে কাটা যাবে।
[৫] মামলার অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২০ সালের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :