শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন ক্রিকেটার সাকিব আল হাসান

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আর ফেরেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও তা আর বাস্তবায়ন হয়নি। প্রায় দেড় বছর পর ফের তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে পুনরায় বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি জানতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়।

এ সিদ্ধান্তের সাকিব বলেন, একটু ধীরেসুস্থে প্রতিক্রিয়া জানাবো।

এর আগে, শনিবার রাতে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সাকিব ফ্রি থাকলে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও এক্সেসিবিলিটি ঠিক থাকলে এবং ম্যাচ ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে, নির্বাচক কমিটি তাকে ভবিষ্যৎ দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে।’

আমজাদ হোসেন আরও জানান, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারিভাবে আলোচনা করা হবে।

বিশ্বকাপ ইস্যুর মধ্যেই সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো—সে বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘ক্রিকেট অপারেশন্সের এজেন্ডায় ছিল ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা, যেখানে গ্রেড এ, বি ও সি নির্ধারণ করা হবে। আলোচনার একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং তার সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যেন সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।’

তিনি আরও বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো সরকারের বিষয়। বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে চাই। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের রয়েছে। সাকিব আল হাসান একটি ব্র্যান্ড—এমন খেলোয়াড় আমরা হয়তো আগামী ১০০ বছরেও আর পাবো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়