ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (রাত) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.ruet.ac.bd-এ এ ফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ক গ্রুপে মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭ হাজার ৭০২ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে খ গ্রুপে অংশ নেয় ৪৯৭ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ২৭৪ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য ও পরবর্তী মেধাতালিকা জানতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়মিতভাবে রুয়েটের ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভাগ পছন্দক্রম (চয়েস ফরম) পূরণ
ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে রুয়েটের ভর্তি পোর্টালে লগইন করে বিভাগ পছন্দক্রম (অনলাইন চয়েস ফরম) পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর পছন্দক্রম পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
প্রকৌশল বিভাগ ও নগর অঞ্চল বিভাগের জন্য সর্বোচ্চ ১৩টি পছন্দক্রম দিতে হবে। তবে **স্থাপত্য বিভাগের ক্ষেত্রে পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।
সশরীরে উপস্থিতি ও ভর্তি প্রক্রিয়া
ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের **রুয়েট গেস্ট হাউস ও টিচার্স ডরমেটরিতে সশরীরে উপস্থিত থাকতে হবে।
ক গ্রুপে: মেধাক্রম ১–১২০০ পর্যন্ত
খ গ্রুপে (স্থাপত্য): মেধাক্রম ১–৩০ পর্যন্ত প্রার্থীকে নির্ধারিত দিনে উপস্থিত থাকতে বলা হয়েছে
আসন খালি থাকা সাপেক্ষে একই দিনে—
ক গ্রুপে ১২০১–২০০০
খ গ্রুপে (স্থাপত্য) ৩১–৫০ পর্যন্ত প্রার্থীকেও ভর্তি করা হবে।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্ধারিত ৫টি আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৮ জন প্রার্থীকে ডাকা হয়েছে।
ভর্তি কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র
আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের যেসব কাগজপত্র আনতে হবে—
সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত ও যথাযথভাবে সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ফি
সনদপত্র যাচাই শেষে একই দিনে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টার থেকে করা ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট সঙ্গে রাখতে হবে। চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে আনতে বলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার ফরম ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে ভর্তি ফি বাবদ ১৮ হাজার ৫০০ টাকা রুয়েটে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কেউ চাইলে ভর্তির দিনই ভর্তি কার্যক্রম শেষে ফি জমা দিতে পারবেন।