শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর রুয়েটের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ও মনোনীত পরীক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মনোনীত হলেও পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৫৬৭ জন। এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সার্বিকভাবে উভয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এছাড়া রুয়েট কেন্দ্রে ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলে।

পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে ওঠে মুখরিত। তবে পুরো পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফলাফল রুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইট [http://admission.ruet.ac.bd-এ](http://admission.ruet.ac.bd-এ) প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়