শিরোনাম
◈ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সাম‌রিক ক্ষমতা কোনও রসিকতা নয়: ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক ◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডে বিনামূল্যে উচ্চশিক্ষা ও থাকা-খাওয়ার সুবর্ণ সুযোগ

উচ্চশিক্ষার জন্য ইউরোপে পড়াশোনার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই। সেই স্বপ্ন পূরণে আবারও বড় সুযোগ নিয়ে এলো আয়ারল্যান্ড সরকার। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপ ঘোষণা করেছে দেশটি। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই সরকারি স্কলারশিপের আওতায় স্নাতক, মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, মানবিক, সমাজবিজ্ঞান, কলাসহ প্রায় সব বিষয়ের শিক্ষার্থীদের জন্যই এই বৃত্তি উন্মুক্ত রাখা হয়েছে। ফলে বিভিন্ন শিক্ষাপটভূমির মেধাবী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে আয়ারল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

এই সরকারি স্কলারশিপের আওতায় আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ কর্ক, লিমেরিক বিশ্ববিদ্যালয়, মায়নুথ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড (গ্যালওয়ে), ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয় এবং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় ডাবলিনসহ আয়ারল্যান্ডের বিভিন্ন প্রযুক্তি ইনস্টিটিউট। এসব শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার জন্য সুপরিচিত।

বৃত্তির আর্থিক সুবিধা

এই স্কলারশিপের অন্যতম বড় আকর্ষণ হলো এর আর্থিক সহায়তা। নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ১৯ হাজার ইউরো স্টাইপেন্ড পাবেন। সেখানে এই স্টাইপেন্ডের পরিমাণ দাঁড়ায় বাংলাদেশি মূদ্রায় প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বছরে আরও ৫ হাজার ৭৫০ ইউরো, যা প্রায় ৮ লাখ ২৩ হাজার টাকা। এছাড়াও গবেষণাভিত্তিক কোর্সে পড়াশোনা করলে গবেষণা সহায়তা হিসেবে অতিরিক্ত ৩ হাজার ২৫০ ইউরো বা ৪ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হবে। ফলে থাকা-খাওয়া, পড়াশোনা ও গবেষণার খরচ নিয়ে শিক্ষার্থীদের খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না।

কারা আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যারা আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা নিতে আগ্রহী, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর একাডেমিক ফল ভালো হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে। কোর্সভেদে ভাষা দক্ষতার সনদ ও অন্যান্য যোগ্যতার শর্ত থাকতে পারে।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

সরকারি এই স্কলারশিপে আবেদন করা যাবে চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে সরকারি স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় একাডেমিক সনদ, মোটিভেশন লেটার ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।

তাই বলা যায়, আয়ারল্যান্ড সরকারের এই সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। সঠিক প্রস্তুতি ও সময়মতো আবেদন করলে এই বৃত্তি ভবিষ্যৎ গড়ার পথ আরও সহজ করে দিতে পারে।

সূত্র: ইনডিপেনডেন্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়