স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপে আরো একটি সাফল্য পেলো বার্সেলেনা। পুরুষদের এই প্রতিযোগিতায় ইয়ামাল-রাফিনিয়াদের সাফল্যের সপ্তাহ দুয়েক পর, উইমেন’স স্প্যানিশ সুপার কাপেও শিরোপা জিতল বার্সেলোনা। শিরোপাটি ধরে রাখতে কাতালান দলটির মেয়েরাও হারাল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
শনিবার রাতের শিরোপা লড়াইয়ে আধিপত্য করেই ২-০ গোলে জিতেছে বার্সেলোনা নারী দল।-- বিডিনিউজ
অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি পরিষ্কার সুযোগ তৈরি করার দিক থেকেও এগিয়ে ছিল বার্সেলোনা। অন্যদিকে, মাঝে কিছুটা সময় রেয়াল ভালো কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি।
প্রথমার্ধে কর্নারে ডাচ ফরোয়ার্ড এজমি ব্রুটসের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। আর যোগ করা সময়ে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস।
গতবার ফাইনালে রিয়ালকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
ছেলেদের মতো মেয়েদের স্প্যানিশ সুপার কাপেরও রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই নিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো তারা। সবগুলোই সবশেষ সাত আসরের মধ্যে।