স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এ লিগকে ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকে চরমে। এবার তার ব্যতিক্রম নয়। বিশেষ করে বিপিএলের খুটিনাটি বিষয়ে জানার ব্যাপারে দর্শকদের ব্যাপক আগ্রহ। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাইজমানির বিষয়টি।
শুক্রবার চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেখ মাহেদী হাসানের দলকে হারিয়ে ২ কোটি ৭৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।
ফাইনালে হেরে যাওয়া চট্টগ্রামের পকেটেও ঢুকেছে বড় অঙ্কের টাকা। বিপিএল শুরুর আগে নানা নাটকের জন্ম দেওয়া দলটি সবার আগে উঠেছিল ফাইনালে। তবে শিরোপা জেতা হয়নি। প্রাইজমানি হিসেবে তারা পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তানজিদ হাসান তামিম। বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এমন কীর্তির পর ম্যাচ সেরা হয়ে ৫ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর এ ওপেনার।
সবশেষ বিপিএলে ১২ ম্যাচে ৩ ফিফটিতে ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। যার ফল স্বরুপ ৫ লাখ টাকা ঢুকেছে তার পকেটে। বিপিএলে নতুন রেকর্ডের জন্ম দেওয়া শরীফুল ইসলাম জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। গত বছর ২৫ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে টপকে গেছেন তিনি। সেই সাথে জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার (৫ লাখ টাকা)। আর টুর্নামেন্ট সেরা হয়ে পেয়েছেন ১০ লাখ টাকা।
ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতা রিপন মন্ডল পেয়েছেন ৩ লাখ টাকা। সেরা ফিল্ডারের পুরস্কার জেতা লিটন কুমার দাসও পেয়েছেন সম পরিমাণ টাকা।